ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ১-০ গোলে পরাজিত করেছে অপেক্ষাকৃত দুর্বল ব্রাদার্স ইউনিয়নকে।
এ জয়ের ফলে ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্বক ভাবে খেলতে থাকে জর্জ কোটনের শিষ্যরা। এর মধ্যেই বেশ কিছু সংঘবদ্ধ আক্রমণ করে দলটি। আবাহনীর শাহেদ আলমের একটি বল বারে লেগে ফিরে আসে। ফলে কাঙ্ক্ষিত গোলের জন্য দলটির অপেক্ষা করতে হয়।
২১ মিনিটের মাথায় আবাহনীর পক্ষে ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন হাঙ্গেরিয়ান গ্যাবন ড্যামিজিন। এরপর একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি আকাশী-নীল শিবির। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
তবে দ্বিতীয়ার্ধ জুড়ে গোলের জন্য মরিয়া আবাহনীর গ্যাবন-মরিসন ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে জর্জ কোটনের শিষ্যদের ১-০ গোলে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয়।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর