ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

খেলা

আবাহনীর সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, এপ্রিল ২৭, ২০১৫
আবাহনীর সহজ জয় ছবি : সংগৃহীত

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ১-০ গোলে পরাজিত করেছে অপেক্ষাকৃত দুর্বল ব্রাদার্স ইউনিয়নকে।

এ জয়ের ফলে ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী।

অপরদিকে সমান ম্যাচে ৩ জয় ও এক ড্র’তে ব্রাদার্সের পয়েন্ট ১০। তাদের অবস্থান ৪ নম্বরে। ৬ ম্যাচের সবক’টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল। এক ম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধা রয়েছে তৃতীয় স্থানে (১২ পয়েন্ট নিয়ে)।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্বক ভাবে খেলতে থাকে জর্জ কোটনের শিষ্যরা। এর মধ্যেই বেশ কিছু সংঘবদ্ধ আক্রমণ করে দলটি। আবাহনীর শাহেদ আলমের একটি বল বারে লেগে ফিরে আসে। ফলে কাঙ্ক্ষিত গোলের জন্য দলটির অপেক্ষা করতে হয়।

২১ মিনিটের মাথায় আবাহনীর পক্ষে ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন হাঙ্গেরিয়ান গ্যাবন ড্যামিজিন। এরপর একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি আকাশী-নীল শিবির। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

তবে দ্বিতীয়ার্ধ জুড়ে গোলের জন্য মরিয়া আবাহনীর গ্যাবন-মরিসন ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে জর্জ কোটনের শিষ্যদের ১-০ গোলে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয়।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।