ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সুইডিশ ইব্রা ফরাসিদের বড় তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
সুইডিশ ইব্রা ফরাসিদের বড় তারকা

ঢাকা: একজন ব্রাজিলের সাবেক তারকা আর একজন সুইডেনের তারকা। সেলেকাওদের সাবেক তারকা ফুটবলার রোনালদো সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে ফ্রান্সের বিখ্যাত ফুটবলার বলে মন্তব্য করেছেন।



এতটুকু পড়ে বিভ্রান্ত হতে পারেন। আসলে রোনালদো তার মন্তব্যে বুঝিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলা ইব্রা ফরাসি লিগে যেভাবে খেলে চলেছেন, তাতে জিনেদিন জিদান, করিম বেনজেমাদের দেশে ইব্রাহিমোভিচ আলাদা করে জায়গা দখল করে নিয়েছেন।

রোনালদোর চোখে পিএসজির গোলমেশিন খ্যাত ইব্রা ফুটবল সেরাদের কাতারে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রোনালদো ইব্রা প্রসঙ্গে বলেন, পিএসজিকে শিরোপা জেতাতে ইব্রার মতো ফুটবলার খুবই প্রয়োজন। সে এমন একজন ফুটবলার যে সমসময় অন্যদের থেকে এগিয়ে থাকতে পারে।

রোনালদো আরও যোগ করেন, আমি সবসময় ইব্রার খেলা দেখতে প্যারিস যাই। সে ফুটবলে দারুণ কিছু অর্জন করেছে। আর সে কারণেই ফ্রান্সের ফুটবলে ইব্রার অবদান অনেক। লিগ ওয়ানের সেরা ফুটবলার সুইডিশ এ তারকা।

ইব্রাহিমোভিচ চলতি মৌসুমে পিএসজির হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে গোল করেছেন ২৮টি। সুইডেন জাতীয় দলের হয়ে খেলা ইব্রা এসি মিলান থেকে ২০১২ তে পিএসজিতে যোগ দেন। ক্লাবটির হয়ে ১২২ ম্যাচ খেলে ১০৪টি গোল করেছেন তিনি। ক্লাবটিকে দুই বার লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন তিনি।

বার্সেলোনার সাবেক এ তারকা জুভেন্টাস, অ্যাজাক্স, ইন্টার মিলানের মতো বড় বড় দলে খেলেছেন ৬১৩টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।