গোপালগঞ্জ: ক্রীড়া পরিদপ্তর ডেভলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে খেলোয়াড় বাছাই কার্যক্রম।
শেখ মনি স্টেডিয়াম মাঠে আয়োজিত বাছাই অনুষ্ঠান উদ্বোধন করেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।
গোপালগঞ্জের ১৪টি বিদ্যালয় থেকে অনুর্ধ্ব-১৬ বয়সের ৫০ জন খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশ নিয়েছে। প্রতি জেলা থেকে পাঁচজন করে খেলোয়াড় বাছাই করা হবে। এদের ভেতর থেকে দু’জন করে আগামী টুর্নামেন্টে খেলার জন্য চুড়ান্তভাবে মনোনয়ন পাবে।
জেলা ক্রীড়া কর্মকর্তা এস এম ফিরোজুল আহসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, বাছাই কার্যক্রমে অংশ নেওয়া ৫০ জনকে চারটি দলে ভাগ করে খেলার মাধ্যমে বাছাই করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআই/