ঢাকা: মঙ্গলবার (২৮ এপ্রিল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সাউথ এশিয়ান রিজিওনাল এন্টি ডোপিং অর্গানাইজেশন’র (এসএ-রাডো) জিআই বোর্ড মিটিং এন্ড প্রোগ্রাম ইমপ্লেমেন্টেশন ওয়ার্কশপ উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ’র) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিওএ’র সদস্য ও কর্মকর্তাবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিওএ মেডিকেল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিওএ’র মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর একটি হোটেলে বুধবার এই বোর্ড মিটিং এবং ওয়ার্কশপ শেষ হবে। এসএ-রাডো, জি ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি, এসএ এবং সার্কভুক্ত দেশসমূহ থেকে সাত প্রতিনিধি এতে অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম