ঢাকা: বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব সামনে রেখে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলারের ঢাকা আসার কথা ছিল সোমবার। বাফুফে বিষয়টি নিশ্চিতও করেছিল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দুই জনের একসঙ্গে আসার কথা থাকলেও এসেছেন জার্মান গোলরক্ষক কোচ শোয়েচলার। ক্রুইফের আগমন আবারও পিছিয়ে গেছে।
তবে, আগামীকাল (বুধবার) জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ঢাকায় পা রাখবেন বলে নিজেই নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমি এখন ইস্তাম্বুলের পথে। বুধবার ভোরে ঢাকা পৌঁছাবো’।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম