ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামছে দুরন্ত বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
মাঠে নামছে দুরন্ত বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। একটি ম্যাচে পা হড়কালেই সর্বনাশ।

তাই মৌসুমের বাকি পাঁচই কাতালানদের কাছে অঘোষিত ফাইনাল। ২৩তম শিরোপা জয়ের লক্ষ্যে গেটাফের বিপক্ষে মাঠে নামছে কাতালানরা। ক্যাম্প ন্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়।

বার্সার হয়ে এ ম্যাচে মাঠে নামছেন না সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে। কোনো ইনজুরি সমস্যা নয়। ৭ মে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচের জন্যই তাকে বিশ্রামে রেখেছেন কোচ লুইস এনরিক। এছাড়া দলের সকল তারকা ফুটবলারেরই মাঠে নামার কথা রয়েছে।

নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে মেসি-নেইমাররা। শুধুমাত্র সেভিয়ার সঙ্গে ১১ এপ্রিলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। অপরদিকে, গেটাফের জয়-পরাজয়ের পাল্লাটা সমান। ১২ এপ্রিল ভিয়ারিয়ালের সঙ্গে অনুষ্ঠিত ম্যাচটি তারা ১-১ গোলে ড্র করে।

সর্বশেষ পাঁচবারের দেখায় বার্সার বিপক্ষে দু’টি ম্যাচে ড্র করে গেটাফে। আর বাকি তিনটিতে জয় পায় কাতালানরা।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচ শেষে ২৬ জয়, তিন ড্র ও চার পরাজয়ে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপার পথে এগোচ্ছে বার্সা। সমান ম্যাচে দুই পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের পরেই আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ (৭২)। ৩৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে গেটাফে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।