ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হার্নানেসের জোড়া গোলে ইন্টারের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৫
হার্নানেসের জোড়া গোলে ইন্টারের জয়

ঢাকা: দুই লাল কার্ডেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ল্যাজিও। এই সুযোগটাই কাজে লাগায় ইন্টার মিলান।

যদিও একটি পেনাল্টি পেয়েও তা মিস করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্টরা।

স্তেদিও অলিম্পিকো মাঠে খেলা শুরুর আট মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। ফিলিপে অ্যান্ডারসনের অ্যাসিস্ট থেকে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার অ্যান্তোনিও কানদ্রেভা। ২৪ মিনিটের সময় ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিওকে ট্যাকল করে সরাসরি লাল দেখে মাঠ ছাড়েন ল্যাজিওর ডিফেন্ডার মাউরিসিও। দুই মিনিট পরেই হার্নানেসের গোলে সমতায় ফেরে ইন্টার।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে দুর্ভাগ্যের চূড়ান্ত রুপ দেখে স্বাগতিকরা। ডি-বক্সের মধ্যে ইকার্দিকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক ফেদেরিকো মারচেত্তি। নয়জনের দলে পরিণত হয় ল্যাজিও। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নেমে ইকার্দির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন এতরিত বেরিসা।

ব্যবধান বাড়ানোর জন্য বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন প্যালাসিও-পোডলস্কিরা। অবশেষে, ৮৪ মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ম্যাতিও কোভাচিচের বাড়ানো বলটি জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন হার্নানেজ। নির্ধারিত সময় শেষে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে রবার্তো মানিচিনির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘন্টা, মে ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।