ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোপা আমেরিকা নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
কোপা আমেরিকা নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতি ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের আয়োজক আর স্বাগতিক দেশ হিসেবে খেলতে নেমে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের পরাজয় নিয়ে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়েছিল ব্রাজিল। তবে, নেইমাররা আসন্ন কোপা আমেরিকায় নিজেদের সেরাটা দিয়ে সেলেকাওদের পরের বিশ্বকাপে ফেভারিট হিসেবে প্রমান করবে এমনটাই বিশ্বাস করেন দেশটির সাবেক ফুটবল কিংবদন্তি গিলবার্তো সিলভা।



ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এ তারকা (সাবেক) ফুটবলার বলেন, গত বিশ্বকাপে আমাদের যে দুঃসময় গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে, সেটি এখন শুধুই অতীত। আমরা এখন তাকিয়ে রয়েছি সামনের কোপা আমেরিকার আসরের দিকে। তবে বলছি না আসন্ন এ আসরে আমরাই ফেভারিট।

গিলবার্তো আরও বলেন, আমরা পরের বিশ্বকাপে (২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ) চোখ রেখেছি। আর সেটির জন্য কোপা আমেরিকা হতে পারে আমাদের সেরা প্রস্তুতি। দলটিকে গুছিয়ে নিতে কোপা আমেরিকা আমাদের সাহায্য করবে।

ব্রাজিলকে ফেভারিট না বললেও গিলবার্তো দলটির উপর আশা রেখে বলেন, সেলেকাওদের দ্বিতীয় বারের মতো দায়িত্ব নিয়ে কার্লোস দুঙ্গা সফল হয়েছে। আমি বিশ্বাস করি তার হাত ধরেই ব্রাজিল আরও এগিয়ে যাবে। সে এমন একজন কোচ যে দেশের জার্সির চাহিদা বোঝে এবং শিষ্যদের থেকে চাহিদা অনুযায়ী খেলা বের করে আনে।

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর ব্রাজিল তৃতীয় নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বসে। তবে, দুঙ্গার অধীনে আর নেইমারের নেতৃত্বে বিশ্বকাপের পর ব্রাজিল যেন পুরোটাই পাল্টে যায়। একে একে নেইমার বাহিনী হারায় কলম্বিয়া, ইকুয়েডর, বিশ্বকাপের রার্নাস-আপ দল আর্জেন্টিনা, জাপান, তুরস্কের মতো বড় বড় দলকে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।