ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চারজাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ২, ২০১৫
চারজাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের কেরালায় আগামী ২১-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ আসরের আগেই মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'প্রেসিডেন্ট অব মালদ্বীপ ন্যাশনাল সকার'।

আগামী ২০ নভেম্বর মালদ্বীপে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।      

চারজাতি এ টুর্নামেন্টে সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ। আর সাফ চ্যাম্পিয়নশিপের আগে এ ধরণের একটি টুর্নামেন্টে অংশগ্রহণকে ইতিবাচক ভাবেই দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, 'সাফের আগে এ ধরণের টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের জন্য পজেটিভ হবে। বাংলাদেশ গ্রুপ পর্বেই তিনটি ম্যাচ পাচ্ছে। আর ফাইনালে উঠলে চারটি ম্যাচ পাচ্ছে। '  ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ওদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আগে বাংলাদেশে সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর মিয়ানমার ও সিঙ্গাপুরের সাথে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই দেশই জানিয়েছে তাদের দেশে গিয়েই খেলতে হবে। তবে এ বিষেয় বাফুফে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০২, ২০১৫
ইয়া/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।