ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রেটিং দাবায় শীর্ষে ২২ জন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মে ২, ২০১৫
রেটিং দাবায় শীর্ষে ২২ জন

ঢাকা: রাজশাহীতে চলছে গোল্ডেন স্পোর্টিং ক্লাব আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। এ আসরের দ্বিতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট করে শীর্ষে রয়েছেন ২২ জন খেলোয়াড়।


        
মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম চলমান এই প্রতিযোগিতার শীর্ষে আছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি, সাইফুল ইসলাম, শফিক আহমেদ, ফিদে মাস্টার ফাহাদ রহমান, আবদুল মোমেন, মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন, ওয়াহিদুজ্জামান, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, শাহনেওয়াজ মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মানিক, নাসিম হোসেন ভুঁইয়া, বাবুল প্রাং, আবদুর রশিদ, শান পারভেজ, ফয়সাল হোসেন, জাহাঙ্গীর হোসেন নাসা, টিপু সুলতান, জসিম উদ্দিন এবং আক্তার হোসেন।  
 
এর আগে শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আক্তার রেনী। রাজশাহী দাবা উন্নয়ন সংস্থার সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি শাহাব উদ্দিন শামীম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লিয়াকত আলী প্রমূখ।
 
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ০২, ২০১৫
ইয়া/এমএমএস       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।