ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সানচেজের জোড়ায় সিটির সঙ্গে গানারদের সমতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ৫, ২০১৫
সানচেজের জোড়ায় সিটির সঙ্গে গানারদের সমতা

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে হাল সিটির বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেল আর্সেনাল। কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে গানারদের হয়ে অন্য গোলটি করেন অ্যারন রাম্পসি।

আর এ জয়ের ফলে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধানে সমতায় ফিরলো দলটি।

এদিন খেলার শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এরই সুবাদে খেলার ২৮ মিনিটে প্রথম লিড নেয় দলটি। প্রায় একক দক্ষতায় অসাধারণ একটি শটে গোলটি করেন সানচেজ।

তবে লিড দ্বিগুন করতে বেশি সময় নেয়নি সফরকারীরা। পাঁচ মিনিট পরেই স্যান্টি কাজোরলার অ্যাসিস্টে লিড ২-০তে নিয়ে যান রাম্পসি। এদিকে খেলার বিরতির নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে সানচেজ নিজের জোড়া গোল পূর্ণ করলে লিড দাড়ায় ৩-০তে।

চিলিয়ান ফরওয়ার্ড এবারের গোলটি করেন দ্বিতীয় গোল করা রাম্পসির সহায়তায়। পরে বড় লিড নিয়েই বিরতিতে যায় গানাররা।

বিরতি থেকে ফিরে অবশ্য খুব দ্রুতই একটি গোল পরিশোধ করে হাল সিটি। খেলার ৫৬ মিনিটে ব্যবধান কমানো এ গোলটি করেন স্টেফেন কুইন।

খেলার বাকি সময় দু’দলের আরো কয়েকটি প্রচেষ্টা হলেও তা থেকে গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এদিকে এ জয়ের ফলে টানা ১০ ম্যাচে অপরাজিত রইল ওয়েঙ্গারের শিষ্যরা। আর লিগে নিজেদের ৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রইল দলটি। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে ম্যান সিটি। আর ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে চেলসি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।