ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

জুভিদের বিপক্ষে শতভাগ সুস্থ বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মে ৫, ২০১৫
জুভিদের বিপক্ষে শতভাগ সুস্থ বেল ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাতে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। আর তুরিনে অনুষ্ঠিত এ ম্যাচের আগে রিয়ালের তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল পুরোপুরি সুস্থ আছে বলে জানিয়েছেন কোচ কার্লোস আনচেলত্তি।



এর আগে ইনজুরি থেকে ফিরে লা লিগায় সেভিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটিতে মাঠে নেমেছিলেন বেল। শরিবারের সেই ম্যাচে ওয়েলস তারকা খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে ৩-২ গোলে জয় পায় লা গ্যালাকটিকোরা।

জুভিদের বিপক্ষে ইউরোপ সেরার শেষ চারের লড়াইয়ে বেল প্রস্তুত আছে জানিয়ে আনচেলত্তি বলেন, ‘বেল সুস্থ আছে। তার ইনজুরি সমস্যা ছিল তবে সে নিজেকে ফিট প্রমাণ করেছে আর এখন ভালো আছে। ’

তিনি আরো বলেন, ‘বেল সেভিয়ার বিপক্ষে ৩০মিনিট মাঠে ছিল। তবে মাঠে সে দুর্দান্ত ছিল। আমি মনে করি বেল শতভাগ সুস্থ আছে। ’

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।