ঢাকা: ব্রাজিলের ঘরোয়া ফুটবলে রাজ্য ভিত্তিক চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ম্যাচে ফোরতালেজা ৪-৩ অ্যাগ্রিগেটে চেয়ারার বিপক্ষে জিতলে দু’পক্ষে সমর্থকরা এমন সহিংসতা আরম্ভ করে।
পরে ব্রাজিল পুলিশ টিয়ার গ্যাস ও গ্রেনেড ছুড়ে উগ্র সমর্থকদের ছত্রভঙ্গ করে। ৬৩ হাজার ধারণ ক্ষমতার ক্যাসেলো অ্যারিনার এ স্টেডিয়ামে ২০১৪ ফুটবল বিশ্বকাপে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
ম্যাচের পর দু’দলের সমর্থকরা মাঠে এসে দাঙ্গা শুরু করে। তাদের আক্রমণে ক্ষতিগ্রস্থ হন টেলিভিশন ক্যামেরাম্যানরা। আর টিয়ার গ্যাসের কারণে বিভিন্ন সাংবাদিকরা অজ্ঞান হয়ে পড়েলে তাদের উপর ছিনতাই চালানো হয় বলে জানা যায় স্থানীয় গণ মাধ্যম ব্যক্তিদের কাছ থেকে।
এছাড়া এদিন সমর্থকরা খেলায়াড়দের ডাগআউট ও অন্যান্য জায়গায় ভাংচুর চালায়।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস