ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এখনই সময় পরিবর্তনের: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
এখনই সময় পরিবর্তনের: ম্যারাডোনা

ঢাকা: ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সমালোচনায় মেতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। তিনি জানান, ৭৯ বছরের এ বিতর্কিত ব্যক্তি প্রেসিডেন্ট পদে থাকাকালীন ফুটবল অরাজকতার মধ্যে অবতীর্ণ হয়েছে।



এক মাসের মধ্যেই ফিফা প্রেসিডেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৮৬ বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা এ কিংবদন্তি জানান, এখন ব্লাটারের চলে যাওয়ার সময় এসেছে।

এদিকে এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন প্রিন্স আলী বিন আল হুসাইন। আর ব্লাটারকে চ্যালেঞ্জ জানিয়ে জর্ডানিয়ান এ ধনকুবকে সমর্থন জানানোর কথাও জানান ম্যারাডোনা।

জর্ডানের সকারেক্স এশিয়ান ফোরামের আয়োজনে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘ফুটবল বিশ্ব জানে, ফিফার ভেতরের অবস্থা খুবই খারাপ। সেখানে আসলে একজনের কথাতেই সব চলে। ’

৫৪ বছরের সাবেক ফুটবল তারকা ‍আরো বলেন, ‘ব্লাটারের সময় ফুটবলে প্রচুর ক্ষতি হয়েছে। তবে এখনই সময় এসেছে তাকে পিছু হটানোর। এখনই সময় পরিবর্তনের। ’

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।