ঢাকা: তিন ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে চেলসি। ব্লুজদের পঞ্চম শিরোপা জয়ের মধ্যে দিয়ে কোচ হিসেবে তৃতীয়বারের মত দলটির শিরোপার স্বাদ পেলেন হোসে মরিনহো।
তবে এখন আলোচনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মত ১৩টি লিগ শিরোপা জিততে পারবেন কিনা মরিনহো? স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়া স্পেশাল ওয়ান খ্যাত এ কোচের এটি প্রথম শিরোপা জয়।
এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমাকে আরো অনেক দূর যেতে হবে। তবে স্যার অ্যালেক্সের কাছে যাওয়া যে কারও পক্ষেই অসম্ভব। আর আমি ১৩টি লিগ শিরোপা জিততে পারবো না। ’
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরো বলেন, ‘আমি ১৩টি চ্যাম্পিয়নশিপ জিততে পারি। ইতোমধ্যে আটটি জিতেছি। আমি মনে করি ১৩টি চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব। তবে ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপায় কোন সুযোগই নেই। ’
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস