ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হ্যাটট্রিকহীন মেসি নেইমারের সেরা বন্ধু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৫, ২০১৫
হ্যাটট্রিকহীন মেসি নেইমারের সেরা বন্ধু ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সেরা ফরোয়ার্ড লাইন নিয়ে বিতর্কের কোনো সুযোগ রাখেন নি বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার। কাতালানদের এ ‘তিন দানব’ একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে যেতে হয়।



চলতি মৌসুমে গোলের পর গোল করে চলেছেন মেসি, সুয়ারেজ আর নেইমার। স্প্যানিশ লা লিগায় সর্বশেষ ম্যাচে কর্দোবাকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারানো ম্যাচে সুয়ারেজ হ্যাটট্রিক করেন। মেসি জোড়া গোল করলেও নেইমার করেন একটি গোল।

এ ম্যাচের ৮০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা মেসি। তবে গোলটি ব্রাজিল অধিনায়ক নেইমারও করতে পারতেন। ব্রাজিলিয়ানের শট নেওয়ার আগেই আর্জেন্টাইন অধিনায়ক প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন।

৮৫ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে বার্সা। সব সময় পেনাল্টি শটের জন্য মেসিকে নির্বাচন করা হলেও এ ম্যাচে মেসি পেনাল্টি শটটি নেইমারকে নিতে বলেন। আর তা থেকে গোলও আদায় করেন নেইমার। পেনাল্টি শট থেকে নেইমার গোল পেলেও হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন মেসি।

এরপর থেকেই পুরো ফুটবল বিশ্বে মেসি-নেইমারের প্রতিদান নিয়ে আলোচনা শুরু হয়। অনেক ফুটবল বোদ্ধা মনে করেন, মেসি নেইমারকে পেনাল্টি নিতে দিয়ে সেই ঘটনারও দায় শোধ করেন।

লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে বার্সার মেসি আর রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ৪২ গোল নিয়ে লা লিগার চলতি আসরে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন রোনালদো। আর দুই গোল কম নিয়ে মোট ৪০ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি।

এ ঘটনার আলোচনা চলতে থাকা অবস্থায় নেইমার তার সামাজিক যোগাযোগের মাধ্যমে মেসিকে তার সেরা বন্ধু বলে জানিয়েছেন। ব্রাজিল অধিনায়ক জানান, মেসির পাশে খেলাটা আমার জন্য গর্বের বিষয়। সুয়ারেজ আর পেদ্রোও আমার ভালো বন্ধু। তবে, মেসি মাঠে এবং মাঠের বাইরে আমার সেরা বন্ধু হয়েই থাকে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।