ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এ ম্যাচের আগে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে রুখে দেওয়ার পরিকল্পনা এঁটেছেন বলে জানালেন।
বুধবার রাত পৌনে একটায় মেসির বার্সার বিপক্ষে মাঠে নামবে ন্যুয়েরের বায়ার্ন। সেমিফাইনালের প্রথম লেগের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে।
২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা এবং জার্মানি। আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে অপেক্ষায় রেখে বিশ্বচ্যাম্পিয়ন হয় ন্যুয়েরের জার্মানি। গত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতে নেন বায়ার্নের হয়ে খেলা ন্যুয়ের। আর মেসি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে জিতে নেন গোল্ডেন বল।
এখানেই থেমে থাকে নি মেসি আর ন্যুয়েরের প্রতিযোগিতা। সর্বশেষ ব্যালন ডি অর লড়াইয়েও মেসির সঙ্গে সংক্ষিপ্ত তিনজনের তালিকাতে ছিলেন ন্যুয়ের। তবে, মেসি বা ন্যুয়েরের ভাগ্যে যায় নি পুরস্কারটি। ব্যালন ডি অর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের গোল মেশিন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপের পর এই প্রথম দুই তারকা আবারো একে অপরের বিপরীতে খেলতে নামবেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মাঠে নামার আগে ন্যুয়ের বলেন, মাঠে আমি মেসিকে দেখিয়ে দিতে চাই কে সেরা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ২৭ বছর বয়সী সেরা গোলরক্ষক ন্যুয়ের বলেন, আমি মেসিকে সম্মান করি। তার প্রতিটি অর্জনকে অস্বীকার করার কোনো মানে নেই। তার অর্জন গুলোকেও আমি শ্রদ্ধা করি। কিন্তু মাঠের লড়াইয়ে আমি দেখিয়ে দিতে চাই কে সেরা।
ন্যুয়ের আরও বলেন, মেসির বার্সেলোনার বিপক্ষে খেলা আমার কাছে ফাইনালের আগে আরেক ফাইনাল। তবে, আমাদের লক্ষ্য শিরোপা জয়। দুই বছর আগেই আমরা বার্সাকে সেমিফাইনালের দুই লেগে বড় ব্যবধানে হারিয়েছিলাম। তবে, এবারের বার্সা দলটি কিছুটা ভিন্ন। দলটিতে কোনো ইনজুরির সমস্যা নেই।
মেসি প্রসঙ্গে ন্যুয়ের যোগ করেন, বিশ্বকাপের আমি মেসিকে কাছ থেকে দেখেছি। বর্তমানে মেসি তার সেরা সময় পার করছে। আর সে দারুণ ছন্দেও রয়েছে। অপরদিকে মেসির বিপক্ষে মাঠে নামার আগে আমরা বেশ কিছু তারকা ফুটবলারকে দলে পাচ্ছি না। তারপরও আমি আত্মবিশ্বাসী আমাদের ম্যাচ জয়ের সুযোগ রয়েছে।
দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে কাতালানদের ৭-০ এগ্রিগেটের বিশাল ব্যবধানে হারায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এমআর