ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি আতঙ্কে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ৬, ২০১৫
মেসি আতঙ্কে গার্দিওলা ছবি : সংগৃহীত

ঢাকা: এক সময় লিওনেল মেসি ছিলেন পেপ গার্দিওলার সেরা অস্ত্র। কিন্তু, সময়ের পরিবর্তনে এখন মেসিই কিনা গার্দিওলার উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের রীতিমত সতর্ক করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

গার্দিওলার অধীনেই ক্যারিয়ারের সেরা সময় পার করেন মেসি। ওই সময়ে টানা চারবার বিশ্বসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর জেতেন এই আর্জেন্টাইন তারকা। ২০১২ সালে বার্সা ছেড়ে পরের মৌসুমে বায়ার্নের কোচ হন গার্দিওলা। এবার সাবেক ক্লাব বার্সার মুখোমুখি হচ্ছেন। ন্যু ক্যাম্পে আজ রাত পৌনে ১টায় দু’দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে গার্দিওলা বলেন, ‘মেসি সেরা ফর্মে থাকলে বিশ্বের কোনো ডিফেন্সই তাকে আটকাতে পারবে না। এক্ষেত্রে কোনো পরিকল্পনাই কাজে আসবে না। সে খুবই দুর্দান্ত ফুটবলার। তাকে নিষ্ক্রিয় রাখতে হলে বলের লাগাম থেকে বিরত রাখতে হবে। তাতেও সে পুরোপুরি থেমে থাকবে না। ’

সাবেক বার্সা কোচ আরও বলেন, ‘মেসির মতো প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়ের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। তাদের পুরো দলটাই বেশ ছঁন্দে আছে। ডিফেন্সিভ ফুটবল খেললেও তাদের আটকানো সম্ভব হবে না। তবে, ভালো করতে হলে নিজেদের সেরাটাকেও ছাড়িয়ে যেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, মে ৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।