ঢাকা: জুভেন্টাসের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠার পথে বড় ধাক্কা খায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে, ঘরের মাঠে জুভিদের রীতিমত বিধ্বস্ত করার হুমকি দিলেন রিয়ালের তারকা মিডফিল্ডার জেমস রদ্রিগেজ।
গতকাল (মঙ্গলবার) রাতে জুভেন্টাসের মাঠে ২-১ গোলে হেরে বাড়ি ফেরে রোনালদো-বেল-রদ্রিগেজরা। তাই দ্বিতীয় লেগের ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের অগ্নি পরীক্ষার মুখোমুখিই হতে হবে। ১৪ মে বার্নাব্যুতে ফিরতি পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেন, ‘বার্লিনের ফাইনালে খেলার জন্য আমরা মুখিয়ে আছি। বার্নাব্যুতে ফিরতি পর্বের ম্যাচটি অন্যরকম হবে। প্রথম লেগের ফলাফলকে খারাপ বলা যাবে না। কঠিন প্রতিপক্ষ হলেও ঘরের মাঠে তাদেরকে বিধ্বস্ত করতে চাই। ’
কলম্বিয়ান মিডফিল্ডার আরও বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। দলের সবাই নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর। ইতালিয়ান চ্যাম্পিয়নরা তুলনামূলক ডিফেন্সিভ ফুটবল খেলে অভ্যস্ত। আমার বিশ্বাস, রিয়াল দাপটের সঙ্গেই ফাইনালে উঠবে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘন্টা, মে ০৬, ২০১৫
আরএম