ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যাচ জিততে মাঠে নামেনি বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ৬, ২০১৫
ম্যাচ জিততে মাঠে নামেনি বেল ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১  গোলে হারিয়ে ফাইনালের পথে এক পাঁ দিয়ে রেখেছে জুভেন্টাস। জুভিদের ঘরের মাঠে তুরিনের এ খেলায় ইনজুরি থেকে ফিরে খেলার প্রথমেই মাঠে নেমেছিলেন রিয়াল স্ট্রাইকার গ্যারেথ বেল।

তবে ৮৬ মিনিট মাঠে থাকলেও ওয়েলস তারকাকে খুঁজেই পাওয়া জায়নি।

এদিন খেলা শেষে মাঠে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই তারকা রয় কেন ও পল স্কোলস। পুরো ম্যাচের আলোচনা করতে গিয়ে সাবেক দুই মিডফিল্ডার বেলকে একরকম খোঁচা দিলেন।

বেলের সমালোচনা করতে গিয়ে কেন বলেন, ‘এ ম্যাচটি দু’দলের জন্যই খুব কঠিন ছিল। আর ম্যাচে বেল কোন রকম পারর্ফম করতে পারেনি। সুতরাং রিয়াল ১০ জনের দল নিয়ে মাঠে খেলেছে। ’

পরে কেনের প্রতিউত্তরে স্কোলস বলেন, ‘বেল ম্যাচে কোনো চেষ্টাই করেনি। আসলে বেলের মাঠে থাকাটা জুভিদের জন্য খাবারের মতো ছিল। সে প্রতিপক্ষের বিপক্ষে জিততে মাঠে নামেনি। ’

এ ম্যাচে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর গোলশুন্য থাকা বেলের পুরো ম্যাচের সমীকরণটি ছিল এরকম: শট-০, অ্যাসিস্ট-০, সুযোগ তৈরি-০, পাস-১৮, ট্যাকেল-০, টাচেস-৩২।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।