ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

ক্যান্সার আক্রান্ত বালকের পাশে সুয়ারেজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, মে ৬, ২০১৫
ক্যান্সার আক্রান্ত বালকের পাশে সুয়ারেজ (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: মরণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত ম্যাতিও নামের উরুগুয়ের এক ত‍রুণ বালককে ভিডিও কল করে চমকে দেন লুইস সুয়ারেজ। ম্যাতিও যে হাসপাতালে চিকিৎসা নেয় সেখানে থাকা ডাক্তারের কাছে ফোন করে ম্যাতিওর সঙ্গে কথা বলেন বার্সেলোনার এই উরুগুইয়ান তারকা।



প্রথমে ম্যাতিও ভেবেছিল স্পেন থেকে কোনো ডাক্তার ফোন করেছে। এ সময় তাকে সুয়ারেজ বলেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন। প্রতিদিনই অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছ। পরিবার ও ডাক্তারদের কথা শুনবে এবং নিজের ওপর আত্ববিশ্বাস রাখবে। ’

তিনি আরও বলেন, ‘তুমি যদি নিয়ম মাফিক চলতে পার এবং আমি যা বলেছি তা মেনে চল তাহলে তোমার জন্য একটি উপহার আছে। বার্সার হয়ে ম্যাচে পরিহিত আমার একটি জার্সি তোমার জন্য পাঠাব। ’

উল্লেখ্য, আজ (বুধবার) রাতেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সা। তাহলে কি সুয়ারেজ এই ম্যাচে যে জার্সিটি পরবেন সেটিই ম্যাতিওর জন্য উপহার হিসেবে পাঠাবেন?



বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘন্টা, মে ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।