ঢাকা: বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান পেশাদার লিগ জয়ী শেখ জামালের বিপক্ষে মাঠে নামে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। তবে উত্তেজনা পূর্ন ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
তবে ড্র করেও ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ স্থানেই আছে জামাল। আর সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের সংগ্রহ ১৪, অবস্থান তৃতীয়।
ম্যাচের শুরুর ৪ মিনিটেই এগিয়ে যাবার সুযোগ পায় জামাল। কিন্তু ডান প্রান্ত থেকে জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের ক্রসে বল পেয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়ক্স। কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক আশরাফুল হক রানা। এরপর শেখ জামালের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে মোহামেডান। ১০ মিনিটে মিডফিল্ডার জুয়েল রানার শট কোনমতে আটকান জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম।
আর ১২ মিনিটে মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা বক্সের বাইরে থেকে শট নিলে বল বাইরে পাঠান জামালের গোলরক্ষক। ২৫ মিনিটে বা প্রান্ত থেকে জুয়েল রানার দুর্বল শট সহজেই আটকে দেয় জামালের গোলরক্ষক মাজহারুল। তাই গোল শূন্য ভাবেই বিশ্রামে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে শুরুতেই ম্যাচের গতিপথ পরিবর্তন হয়ে যায়। ৫৩ মিনিটে এগিয়ে যায় সাদা-কালো শিবির। এসময় ইসমাইল বাঙ্গুরা বল দেন সতীর্থ জুয়েল রানাকে। মাঝ মাঠ থেকে বল নিয়ে জামালের বক্সে বল নিয়ে ঢুকে দর্শণীয় শটে লক্ষ্যভেদ করেন জুয়েল রানা (১-০)।
তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি জামাল। ৫৮ মিনিটে ইয়ামিন মুন্না বাড়িয়ে দেয়া বলে শট করেন সোহেল রানা। তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে স্কয়ার শটে গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়ক্স (১-১)।
৬৮ মিনিটে ব্যবধানটা বাড়াতে পারতো জামাল। কিন্তু লিওনেলের ক্রস সাখাওয়াত হোসেন রনির হেড বার পোস্টের উপর দিয়ে চলে মাঠের বাইরে। ফলে গোল বঞ্চিত হয় জামাল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মারুফুল হকের শিষ্যদের।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
ইয়া/এমএমএস