ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জায়ান্ট কিলারদের দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৫
জায়ান্ট কিলারদের দ্বিতীয় জয় ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান পেশাদার লিগে বুধবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় টিম বিজেএমসি ও রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পায় 'জায়ান্ট কিলার' খ্যাত রহমতগঞ্জ।

এটি লিগে দলটির দ্বিতীয় জয়। রহমতগঞ্জের হয়ে ম্যাচে একমাত্র জয় সূচক গোলটি করেন মো: আরাফাত।

নিষ্প্রাণ ম্যাচের ৩৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বিজেএমসি। এ সময় ডিফেন্ডার রেদোয়ান বিন রাকিন বক্সের বাইরে ফাউল করেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড গিডিওন সলোমনকে। ফলে রেফারী তৈয়ব হাসান লাল কার্ড প্রদর্শন করে রেদোয়ানকে।

প্রথমার্ধের ইনজুরি টাইমে মো: আরাফাত গোল করে রহমতগঞ্জকে ১-০ গোলে এগিয়ে দেয়। ফলে লিড নিয়েই বিরতিতে যায় জায়ান্ট কিলাররা।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ঠ চাপ সৃষ্টি করে খেলতে থাকে টিম বিজেএমসি। একাধিক সংঘবন্ধ আক্রমণে যায় তারা। কিন্তু অন্তিম মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও গোলের মুখ দেখতে ব্যর্থ হয় দলটি। নির্ধারিত সময় শেষে রেফারী তৈয়ব হাসান বাঁশি বাজালে জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।  

নিজেদের সপ্তম ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান সপ্তম। আর সম্যান সংখ্যক ম্যাচে ছয়টিতে পরাজিত বিজেএমসির সংগ্রহ ১ পয়েন্ট। অবস্থান সবার শেষে ১১ নম্বরে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
ইয়া/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।