ঢাকা: রাজশাহীতে চলমান গোল্ডেন স্পোটিং ক্লাব রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। আর এ আসরে রানার-আপ হয়েছেন মোহামেডান স্পোটিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল (অপরাজিত)।
পরাগ ও শাকিল উভয়ই ৯ খেলায় ৮ পয়েন্ট অর্জন করেছে। বুশলজ ট্রাই-ব্রেকিং পদ্ধতিতে তাদের স্থান নির্ধারন করা হয়। সাত পয়েন্ট অর্জন করেছেন ৪ জন খেলোয়াড়। তারা হলেন, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যার্টাজী (তৃতীয়), মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ (চতুর্থ), সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের সাইফুল ইসলাম চৌধুরি (পঞ্চম), শাহানাজ মোহাম্মাদ ফারুক (ষষ্ঠ )।
৬.৫ পয়েন্ট অর্জন করেছে ৫ জন খেলোয়াড়। তারা হলেন, সপ্তম ভারতের দিলীপ দাস, অষ্টম ভারতের শুরুতারশ্রী রায়, নবম মোঃ বাবুল প্রাগ, ১০ম আব্দুর রশিদ, ১১তম মৌলভীবাজারের শাহ মাহফুজুর করিম।
রাজশাহীর আইয়ূব আলী কে পরাজিত করে সেরা নন-রেটেড এর পুরস্কার অর্জন করে বরিশালের কিংসুক দাস। নবম বা শেষ রাউন্ডে খেলা বুধবার অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে ভারতীয় হাই কমিশনের অফিসের সহকারি হাই কমিশনার শ্রী সন্দ্বীপ মিত্র, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী ব্যাংকারস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, গোল্ডেন স্পোটিং ক্লাবের সভাপতি আমির আলী রানা। অনুষ্ঠানের সভাপত্বি করেন রাজশাহী দাবা উন্নয়ন সংস্থার সভাপতি আক্তার হোসেন।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ০৬, ২০১৫
ইয়া/এমএমএস