ঢাকা: চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথটা সুগম করে রাখলো বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে জার্মান দলটির এমন বিধ্বস্ত পরিণতির পর অবশ্য বায়ার্ন স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিয়াস সামির বিপক্ষ দলেরই প্রশংসা করলেন।
এদিকে এ ম্যাচে বাভারিয়ানদের দলে আরিয়ান রোবেন, ফ্রাঙ্ক রিবেরি ও ডেভিড আলবা ইনজুরির কারণে ছিলেন না। তবে পেপ গার্দিওলার শিষ্যরা খেলার ৭৭ মিনিট পর্যন্ত কাতালান আক্রমণ ভাগের সামনে প্রাচীর গড়ে রেখেছিল।
কিন্তু খেলার শেষ ১৭ মিনিটে লিওনেল মেসির জোড়া ও নেইমারের একটি গোলে ইউরোপ সেরা লড়াইয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় বায়ার্নের।
ম্যাচের বিশ্লেষন করতে গিয়ে সামির বায়ার্নের অফিসিয়াল ওয়েবসাইটে লেখেন, ‘আমি বায়ার্নের সমালোচনা করবো না। তারা অ্যাওয়ে ম্যাচে প্রচুর লড়াই করেছে। আসলে আমাদের দলে বেশ কয়েকজন ইনজুরিতে থাকায় আমরা দুর্বল ছিলাম। ’
তিনি আরো জানান, ‘আমাদের ছেলেরা খেলার ৭৭ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছে। তবে আমরা এই মুহূর্তে ইউরোপের সেরা দলের বিপক্ষে খেলেছি। মূলত আমরা খেলার শেষ দিকে খেই হারিয়ে ফেলেছি। তবে ঘরের মাঠে ফিরতি লেগে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো। ’
আগামী ১২ মে বায়ার্নের ঘরের মাঠে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এমএমএস