ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

শুক্রবার শুরু মার্সেল উন্মুক্ত নারী বিচ কাবাডি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মে ৭, ২০১৫
শুক্রবার শুরু মার্সেল উন্মুক্ত নারী বিচ কাবাডি

ঢাকা: মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ‘মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত নারী বিচ কাবাডি প্রতিযোগিতা’।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনি পয়েন্টে এ প্রতিযোগিতা চলবে শুক্র ও শনিবার (৮ ও ৯ মে)।



শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্সেলের মার্কেটিং, সাউথ অ্যাডিশনাল ডিরেক্টর মতিউর রহমান।

আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানাজার, মার্কেটিং পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার। আরও থাকছেন টুর্নামেন্ট কমিটির সদ্যস সচিব এ.কে.এম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা।

মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত নারী বিচ কাবাডি প্রতিযোগিতায় ৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- আজাদ স্পোর্টিং ক্লাব, জুড়াইন জনতা ক্লাব, ইনিস্টিটিউট অব কাবাডি ঢাকা এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বিচ কাবাডি দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষস্থানধারী দল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা ও রানার্স আপ দল ১০ হাজার টাকা পাবে। এছাড়া অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।