ঢাকা: বায়ার্ন মিউনিখকে একাই বিধ্বস্ত করেন লিওনেল মেসি। তবে, নিজের প্রথম গোলটাতে ভাগ্যের সহায়তা ছিল বলে জানায় বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের শততম ম্যাচটি কি দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন মেসি। অসাধারণ দু’টি গোল করার পাশাপাশি নেইমারের গোলটিও আসে তার পাস থেকে। তার ওপর বায়ার্নের বিপক্ষে মধুর প্রতিশোধও নিয়ে নিলেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। দু’বছর আগে জার্মান জায়ান্টদের বিপক্ষে সেমির দুই লেগ মিলিয়ে ৭-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্রথম গোল করতে পারাটা ভাগ্যের ব্যাপার। কারণ, ভালো খেলেও আমরা লিড নিতে পারছিলাম না। ম্যাচের অনেকটা সময় পর গোল পাওয়াতেই ওরকম উল্লসিত উদযাপন করেছি। প্রথম লেগের বড় জয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ’
তিনি আরও উল্লেখ করেন, ‘জার্মানিতে ফিরতি পর্বের ম্যাচটি কঠিন হবে। তারা ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টাই করবে। কিন্ত, সেখানেও নিজেদের সেরাটা দিতে চাই। প্রথম লেগের ফলাফলটাই আমাদের এগিয়ে রাখবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, মে ০৭, ২০১৫
আরএম