ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

শেখ রাসেলের ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মে ৭, ২০১৫
শেখ রাসেলের ড্র

ঢাকা: বৃহস্পতিবার চলমান মান্যবর প্রিমিয়ার লিগে 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল ২-২ গোলে ড্র করেছে পুরানো ঢাকার দল ফরাশগঞ্জের সাথে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাসেলের হয়ে গোল করেন পল এমিল ও জাহিদ হাসান এমিলি।

আর ফরাশগঞ্জের হয়ে গোল করেন শাহিনূর রহমান ও সংকর দাস।

এ ড্রয়ের ফলে নিজেদেরে সপ্তম ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ১৩, অবস্থান ৫ম। তবে আবাহনী ও শেখ রাসেলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আবাহনী। আর সমান সংখ্যক ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ৩ পয়েন্ট। এটি রাসেলের প্রথম ড্র আর ফরাশগঞ্জের টানা তৃতীয় ড্র।

ম্যাচ শুরুর ১২ মিনিটে নিজেদের এগিয়ে নেয় রাসেল। আকিম সাইদের ফ্রি কিকে প্লেসিং শটে গোল করেন জাহিদ হাসান এমিলি (১-০)। আর ২৬ মিনিটে মিডফিল্ডার জাহিদ হোসাইনকে ক্রস বক্সে পেয়ে জোড়ালো শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন শেখ রাসেলের ক্যামেরুণের ফরোয়ার্ড পল এমিল (২-০)।

৩১ মিনিটে ব্যবধান কমায় ফরাশগঞ্জ। এ সময় নাইজেরিয়ান মিডফিল্ডার একিনইয়েলে পিটারের ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার শাহিনূর রহমান (২-১)।

৭২ মিনিটে আবারো গোল করে ম্যাচে সমতা আনে ফরাশগঞ্জ। এবারো গোলের জোগানদাতা সেই একিনইয়েলে পিটারই। তার ক্রসে দর্শণীয় শটে রাসেলের জাল কাঁপান মিডফিল্ডার সংকর দাস (২-২)।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।