ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

শুরু হয়েছে বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মে ৭, ২০১৫
শুরু হয়েছে বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ ছবি : সংগৃহীত

ঢাকা: আজ বৃহস্পতিবার থেকে  থাইল্যান্ডের অন্যতম পর্যটননগরী পাতায়ায় শুরু হয়েছে বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ। ৬টি বয়সভিত্তিক ক্যাটাগড়িতে বালক বিভাগে ২৪২ জন এবং বালিকা বিভাগে ১৭১ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।

মোট ২২টি দেশের ৪১৩ জন খুদে খেলোয়াড় এ আসরে অংশ নিচ্ছে।

বাংলাদেশ থেকে তিন সদস্যের দাবা দল বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে গত বুধবার বিকেলেই থাইল্যান্ড পৌঁছায়। এরমধ্যে দুই জন খেলোয়াড় এবং একজন কোচ রয়েছেন।

অনূর্ধ্ব-৭ বালক বিভাগে সৈয়দ রেদওয়ান এবং অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে ওয়াকিতুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করবে। কোচ কাম অফিসিয়াল হিসেবে রয়েছেন মাহমুদা হক চৌধুরী মলি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।