ঢাকা: আজ বৃহস্পতিবার থেকে থাইল্যান্ডের অন্যতম পর্যটননগরী পাতায়ায় শুরু হয়েছে বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ। ৬টি বয়সভিত্তিক ক্যাটাগড়িতে বালক বিভাগে ২৪২ জন এবং বালিকা বিভাগে ১৭১ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।
বাংলাদেশ থেকে তিন সদস্যের দাবা দল বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে গত বুধবার বিকেলেই থাইল্যান্ড পৌঁছায়। এরমধ্যে দুই জন খেলোয়াড় এবং একজন কোচ রয়েছেন।
অনূর্ধ্ব-৭ বালক বিভাগে সৈয়দ রেদওয়ান এবং অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে ওয়াকিতুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করবে। কোচ কাম অফিসিয়াল হিসেবে রয়েছেন মাহমুদা হক চৌধুরী মলি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ইয়া/এমএমএস