ঢাকা: বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে’ দিনের দ্বিতীয় ম্যাচে ফেনী সকার ক্লাব ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আবাহনী।
প্রথমার্ধের ইনজুরি সময়ে ফেনী সকারের জালে বল পাঠান মিডফিল্ডার মোঃ হানিফ (১-০)। ৬০ মিনিটে সরন হাওলাদারের থ্রো তে সোহেল মিয়া লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন (১-১)।
৮০ মিনিটে জাত্তা মোস্তফার কর্ণারে ডিফেন্ডার জহিরুল ইসলামের হেডে ব্যবধান বাড়ায় সকার কাব (২-১)। নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ার ফলে ফেনীর সকার পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ইয়া/ এমএমএস