ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

ফেনী সকার-২ চট্টগ্রাম আবাহনী-১

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মে ৭, ২০১৫
ফেনী সকার-২ চট্টগ্রাম আবাহনী-১ সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে’ দিনের দ্বিতীয় ম্যাচে ফেনী সকার ক্লাব ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আবাহনী।

তবে ম্যাচে ফেনী সকার পিছিয়ে পড়েও অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শণ করে ম্যাচে জয় লাভ করে। ৭ ম্যাচে এটা সকারের দ্বিতীয় জয়, পয়েন্ট ৮, অবস্থান আগের মতোই অষ্টম। রহমতগঞ্জেরও সমান পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় রহমতগঞ্জ আছে সাত নম্বরে। পক্ষান্তরে চট্টগ্রাম আবাহনীর সমান ম্যাচে সংগ্রহ ৪ পয়েন্ট, অবস্থান ৯ম।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ফেনী সকারের জালে বল পাঠান মিডফিল্ডার মোঃ হানিফ (১-০)। ৬০ মিনিটে সরন হাওলাদারের থ্রো তে সোহেল মিয়া লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন (১-১)।

৮০ মিনিটে জাত্তা মোস্তফার কর্ণারে ডিফেন্ডার জহিরুল ইসলামের হেডে ব্যবধান বাড়ায় সকার কাব (২-১)। নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ার ফলে ফেনীর সকার পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ইয়া/ এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।