ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

মেসির পারফর্মে অবাক নন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, মে ৮, ২০১৫
মেসির পারফর্মে অবাক নন কোচ

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রাণভোমরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি শুধুমাত্র কাতালানদের সম্পদ নয়, তিনি সমগ্র ফুটবল বিশ্বের সম্পদ বলে জানিয়েছেন বার্সা কোচ লুইস এনরিক। কাতালান এ কোচের মতে, মেসি পুরো ফুটবল বিশ্বের শিল্পের সংমিশ্রন।



চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সা। তিনটি গোলেই রয়েছে মেসির অবদান। জোড়া গোল করা মেসির অ্যাসিস্ট থেকে ব্রাজিল তারকা নেইমার অপর গোলটি করেন।

শেষ ১৩ মিনিটে মেসির ফুটবল জাদুতে বায়ার্নকে হারায় বার্সা। ম্যাচ শেষে বার্সা কোচ জয়ের নায়ক মেসির এ পারফর্মে মোটেই অবাক নন বলে জানান।

আর্জেন্টাইন অধিনায়ক প্রসঙ্গে এনরিক বলেন, আমি মেসির খেরা দেখে মোটেই অবাক নই। তার লক্ষ্যই থাকে গোল করা আর সে এ জন্য ক্ষুধার্ত থাকে। মেসি শুধুমাত্র কাতালানদের ‘ফুটবল শিল্পী’ না, সে সমগ্র বিশ্বের এক টুকরো শিল্পের সংমিশ্রন।

এদিকে ম্যাচ শেষে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা মেসি প্রসঙ্গে বলেন, আমার শিষ্যরা অনেক সময় নিয়ে ভালো খেলেছে। কিন্তু মেসির মতো সেরা খেলোয়াড় আমাদের নেই। সে খেলার পার্থক্য গড়ে দিয়েছে।

বায়ার্নের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। আর দ্বিতীয় গোলটি করতে সময় নেন তিন মিনিট। ম্যাচের ৮০ মিনিটের মাথায় জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। নেইমারকে দিয়ে গোলটি করান খেলার অতিরিক্ত সময়ে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ০৮ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।