ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

ফেনীতে শুরু হচ্ছে নীটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, মে ৮, ২০১৫
ফেনীতে শুরু হচ্ছে নীটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফেনী: ফেনীতে শনিবার (৯ মে) থেকে শুরু হচ্ছে শেখ কামাল নীটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগ।

শুক্রবার (৮ মে) সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, সদস্য হারুনুর রশীদ মজুমদারসহ ক্রীড়া সংস্থার নেতারা।

শনিবার বিকেল ৩টায় এ লীগের উদ্বোধন হবে। এ খেলায় জেলার নয়টি দলের অংশগ্রহণ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।