ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডি মারিয়ার জন্য বায়ার্নই ফিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ৮, ২০১৫
ডি মারিয়ার জন্য বায়ার্নই ফিট অ্যাঙ্গেল ডি মারিয়া

ঢাকা: রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে নিজেকে এখনো মানিয়েই নিতে পারেননি এই আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার।

ফিটনেস সমস্যার কারণে সাম্প্রতিক ম্যাচগুলোতে রেড ডেভিলসদের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন। সব মিলিয়ে ডি মারিয়ার ফর্মে যেন ভাটা পড়েছে।

এর আগে অনেক ফুটবল বোদ্ধা বলেছেন, ইংলিশ লিগে দ্রুতময় ও শারীরিক ফুটবল খেলা হয় বলেই বারবার ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন ডি মারিয়া। তবে, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এই আর্জেন্টাইনের জন্য উৎকৃষ্ট ক্লাব হবে বলে জানান সাবেক জার্মান মিডফিল্ডার দিতমার হামান। ’

স্কাই স্পোর্টস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হামান বলেন, ‘বায়ার্নের উচিৎ ডি মারিয়াকে দলে ভেড়ানো। ফিটনেস সমস্যা থাকলেও সে বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। আমার মতে, এই বায়ার্নের হয়ে সে নিজের সেরাটা ফিরে পাবে। ম্যানইউ তাকে অনেক মূল্য দিয়ে কিনলেও ইনজুরির কারণে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। ’

উল্লেখ্য, গত মৌসুমে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ডি মারিয়া। এই মৌসুমে ইংলিশ লিগে এখন পর্যন্ত ২৬ ম্যাচে মাঠে নেমে মাত্র তিনটি গোল করেছেন ২৭ বছর বয়সী এই উইঙ্গার।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, মে ০৮, ২০১৫
আরএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।