ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলছে দুই দিন বিরতি। আগামী ১০ মে (রোববার) থেকে আবারো শুরু হবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসরটি।
গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই লিগে এখন পর্যন্ত ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। আর সবার নিচে অবস্থান করছে টিম বিজেএমসি। সর্বোচ্চ গোলদাতা মুক্তিযোদ্ধার এনামুল হক, ৭ গোল। লিগের একমাত্র হ্যাটট্রিকটি করেন ব্রাদার্স ইউনিয়নের অগাস্টিন ওয়ালসন।
গত দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি ‘বেঙ্গল ইয়োলোস’খ্যাত শেখ জামাল। দুই ম্যাচেই ড্র করে বিপাকে আছে ধানমন্ডি পাড়ার দলটি। দলের পক্ষে ব্যক্তিগত সর্বাধিক ৫টি করে গোল করেছেন দুই বিদেশী ফরোয়ার্ড হাইতির ওয়েডসন এ্যানসেলমে এবং নাইজিরিয়ার এমেকা ডার্লিংটন।
কিন্তু, অপেক্ষাকৃত দুর্বল দল গড়ে ভালো অবস্থানে আছে মুক্তিযোদ্ধা, মোহামেডান।
ওদিকে অপেক্ষকৃত দুর্বল দল গড়েও 'অল রেডস' খ্যাত মুক্তিযোদ্ধা দ্বিতীয় স্থানে রয়েছে। দলটির 'গোল মেশিন' খ্যাত ফরোয়ার্ড এনামুল হক প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন। তিনি বর্তমানে লিগের শীর্ষ গোলদাতা (৭ গোল)। অনেকটা এনামুল আর বিদেশী ফরোয়ার্ড কামার সার্বায় সওয়ার হয়ে দলটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
এছাড়া, ডিফেন্ডার আশরাফুল করিম এবং মিডফিল্ডার ফয়সাল মাহমুদসহ দলের অনেকেই বেশ ভালো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণ করেছেন। ৮ খেলায় ৫ জয়, ১ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ১৬। তবে ভাল খেলেও দলটি অপ্রত্যাশিতভাবে হেরে যায় ব্রাদার্স ও মোহামেডানের কাছে। দলটির রক্ষণভাগে যে দুর্বলতা দেখা যাচ্ছে স্পষ্ট। তার প্রমাণ ১৫ গোল করার বিপরীতে তারা হজম করেছে ১৩ গোল!
আর তালিকার তিন নম্বরে থাকা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানও আছে বেশ ফুরফুরে মেজাজে। কারণ, তরুণ আর প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি বেশ ভালো ফলাফলই করছে। দলে নেই গতবারের দেশ সেরা তারকারা। তবে কোচ হিসেবে দ্বায়িত্ব নিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন সাবেক খ্যাতনামা ফুটবলার কাজী জসিমউদ্দিন জোসি। ৮ ম্যাচে ৪ জয়, ২ ড্র ও ২ হারে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। মোহামেডান ১৪ গোল করার বিপরীতে ৭ গোল হজম করেছে। এই ১৪ গোলের ৫টিই করেছেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।
মোহামেডানের থেকে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী লিমিটেড। ৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র ও ২ হারে ১৩ পয়েন্ট সংগ্রহ তাদের। যে কোনো সময় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে টপকে যেতে প্রস্তুত দলটি। আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের জন্য দুঃসংবাদ, নির্ভরযোগ্য হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড জাবালেস সার্বা মাংসপেশীর ইনজুরিতে আক্রান্ত। তাই চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো আর নাও খেলতে পারেন জাবালেস।
'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র আছে পাঁচ নম্বরে। ৭ খেলায় ৪ জয়, ১ ড্র, ২ হারে দলটির সংগ্রহ ১৩ পয়েন্ট। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকাতেই আবাহনীর থেকে একধাপ নিচে অবস্থান করছে শেখ রাসেল। দলটির মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকোনোভিচের নেতৃত্বে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিরোপার দিকে। তারা ১০ গোলের বিপরীতে হজম করেছে সাত গোল। যার মধ্যে সমান চারটি করে গোল করেছেন দুই ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি এবং ক্যামেরুনের পল এমিল। বাংলাদেশ ক্লাব ফুটবলের দুই জায়ান্ট আবাহনী-মোহামেডানকে হারিয়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছে শেখ রাসেল।
বাকী রইলো লিগের ৬ দল। এই মুহূর্তে ছয় দলই রয়েছে অবনমনের শঙ্কায়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান যথাক্রমে: ৬. ব্রাদার্স ইউনিয়ন, ৭. রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ৮. ফেনী সকার ক্লাব, ৯. চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ১০. ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং ১১. টিম বিজেএমসি।
দলগুলোর পয়েন্ট সংখ্যা যথাক্রমে ৮, ৮, ৪, ৩, ১! এর মধ্যে ফরাশগঞ্জ ও বিজেএমসি এখনো জয়ের মুখ দেখেনি। বিজেএমসির অবস্থাই সবচেযে খারাপ। সরকারী মালিকানার এই ক্লাবটি ১৯৭৩ ও ১৯৭৯ সালে লিগ চ্যাম্পিয়ন হলেও বর্তমানে তাদের সংগ্রহ মাত্র ১!
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ৮ মে, ২০১৫
ইয়া/আরএম