ঢাকা: বছরটি বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব।
শুক্রবার (০৮ মে) বাফুফে ভবনে অনূর্ধ্ব-১২ ফুটবল দলের চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ক্রুইফ। পরে গণমাধ্যম কর্মীদের তিনি জানালেন, 'জাতীয় দলের অনেক খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত। এটি চিন্তার বিষয়। তবে কেউই বড় ধরণের কোনো চোট পায়নি। তাই আশা করছি অল্প সময়েই তারা দলে ফিরে আসবে। '
২৯ এপ্রিল বাংলাদেশে ফিরে ক্রুইফ চলমান লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেন। তার চোখ খুঁজেছে তরুন ও প্রতিভাবান খেলোয়াড়দের। এবারের লিগে তার কাউকে মনে ধরেছে কিনা জানতে চাইলে তিনি জানালেন, 'লিগের ম্যাচগুলো আমি দেখেছি। তাদের মধ্যে অনেকেই জাতীয় দলে খেলার যোগ্য। তবে আগে থেকেই অনেক ফুটবলার তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে। মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড এনামুল হকের খেলা ভালো লেগেছে। '
আবাহনীর মাঝ মাঠটা বেশ ভালো। ইমন বাবু আর শাহেদ আলমের খেলা মনে ধরেছে ক্রুইফের। তাই ভাগ্য সুপ্রশন্ন হলে কপাল খুলতে পারে এই ফুটবলারদের। ক্রুইফ আরো জানিয়েছে, আগামী ২০ অথবা ২১ মে থেকে শুরু হতে পারে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ১১ জুন। ঢাকায় অনুষ্ঠিতব্য ওই ম্যাচে লাল-সবুজের প্রতিপক্ষ কিরঘিজস্তান। ফিরতি ম্যাচ কিরঘিজস্তানে ১৩ অক্টোবর। আর ১৬ জুন ঢাকায় তাজিকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আর তাদের বিপক্ষেই ফিরতি পর্বের ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ১২ নভেম্বর। তবে, বাছাইপর্বের আগে ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে বাংলাদেশ।
এখন দেখার বিষয় এই স্বল্প সময়ের মধ্যে খেলোয়াড়গণ কতখানি চোট কাটিয়ে উঠতে পারে। আর কে কে গায়ে জড়াচ্ছেন লাল-সবুজের জার্সি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ৮ মে ২০১৫
ইয়া/আরএম