ঢাকা: ভাগ্যদেবী যেন কিছুতেই সহায় হচ্ছে না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। ইন্দোনেশিয়ার পরে এবার মরিশাস ওপেন থেকেও কাট মিস করে বাদ গেলেন সিদ্দিকুর।
বৃহস্পতিবার প্রথম রাউন্ডেও বাজে খেলেছেন তিনি। ৪৬তম হয়ে শেষ করেন প্রথম রাউন্ড। আর শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে কাট মিস করেন তিনি। তাই ৭৫তম অবস্থান নিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।
খেলার প্রথম অংশে শুরুতেই দুটি বগি (হোলে পার+১ শট) পেয়ে যান সিদ্দিকুর। এরপর দুটি বার্ডিও (হোলে পার-১শট) আদায় করে নেন। প্রথম নয় হোলের শেষটিতে আবারও বগি মারেন।
দ্বিতীয় অংশেও একটি ডাবল বগি ও দুটি বগির বিপরীতে পেয়েছেন দুটি বার্ডি। তাই শেষ পর্যন্ত ৭৩ শট খেলে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন। কিন্তু গলফের নিয়ম অনুযায়ী ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।
এ টুর্নামেন্টে দুই রাউন্ড মিলে পারের চেয়ে ৯ শট কম খেলে বর্তমানে শীর্ষে আছেন ডেনমার্কের থরবিজর্ন ওলেসেন।
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ০৯ মে ২০১৫
ইয়া/এমআর