ঢাকা: স্প্যানিশ ঘরোয়া লিগ, লা লিগায় আজ রাতে ভিন্ন দুটি ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সা ঘরের মাঠে ক্যাম্প ন্যু’তে লড়বে ১১তম অবস্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
বাংলাদেশ সময় রাত ১০টায় সোসিয়েদাদকে আতিথিয়েতা জানাবে বার্সা আর রাত ১২টায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
এ ম্যাচে মাঠে নামার আগে দারুণ ফুরফুরে মেজাজে থাকলেও বেশ সতর্ক হয়ে মাঠে নামবে কাতালানরা। সর্বশেষ লিগে কর্দোবার বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয়ের পর চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে মেসিরা। তবে আজকের ম্যাচে হার বা ড্র’ই লিগ থেকে ছিটকে দিতে পারে লুইস এনরিকের শিষ্যদের।
এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না বার্সা এমনটি জানিয়ে দলের মিডফিল্ডার ইনিয়েস্তা বলেন, ‘আমাদের এটা ভাবা ঠিক হবে না যে, কোন দলই আমাদের বিপক্ষে জিততে পারবে না। আমাদের এখন জয়ের ধারা অব্যাহত রাখতে হবে অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। ’
ঘরের মাঠে অবশ্য কাতালানদের রেকর্ড অসাধারণ। সর্বশেষ ১৭ ম্যাচে দলটি মাত্র একটি ম্যাচে হেরেছে। আর সোদিয়েদাদ ক্যাম্প ন্যু’তে ১৯৯৫ সালের পর ১৭টি খেলার সবক’টিতেই হেরেছে। পাশাপাশি দারুণ ফর্মে থাকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ মিলে এ মৌসুমে এখন পর্যন্ত দলের হয়ে ১১১টি গোল করেছেন।
এদিকে কিছুটা ব্যাকফুটে থেকেই মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। কারণ চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কার্লোস আনচেলত্তির শিষ্যরা। সেই সঙ্গে এ মৌসুমে দারুণ খেলা ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়বে দলটি। তবে বার্সার হারের বিপরীতে যদি রিয়াল জিতে যায় তাহলে গ্যালাকটিকোরাই পেয়ে যাবে লিগের শীর্ষস্থান।
কিন্তু আগের ম্যাচে হারলেও সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে রিয়াল মাঠে নামবে জানিয়ে দলটির তারকা সার্জিও রামোস ক্লাবের ওয়েবসাইটে লেখেন, ‘একটা খারাপ ফলাফলের পর আমরা নিজেদের আরো বেশি সঙ্গবদ্ধ করেছি। ভুল খেলারই একটি অংশ। তবে আমরা এর থেকে শিক্ষা নিয়ে জয়ের জন্যই মাঠে নামবো। ’
বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের সবক’টিতেই জিতেছে। অন্যদিকে রিয়াল নিজেদের পাঁচ খেলায় চারটি জয়ের বিপরীতে একটি ম্যাচে হেরেছে।
লিগে কাতালানরা নিজেদের ৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। তবে সমান খেলায় মাত্র দুই পয়েন্ট পিছিয়ে এনরিক শিষ্যদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লস ব্লাঙ্কসরা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এমএমএস