ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

কাজী সালাউদ্দিনের চোখে কে সেরা?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মে ৯, ২০১৫
কাজী সালাউদ্দিনের চোখে কে সেরা? কাজী মো: সালাউদ্দিন

ঢাকা: হয়তো এই তর্ক বহু বছর ধরে চলবে। কে সেরা রোনালদো না মেসি? প্রতিটি ম্যাচের পরপরই ফেইসবুক, টুইটার বা ব্লগগুলোতে ঝড় ওঠে।

চুল চেরা বিশ্লেষণ হয়। প্রতিটি ফুটেজে লাখ লাখ শেয়ার হয়। কে সেরা কে সেরা? উত্তর মিলছে না!

ম্যাচ শেষ হতেই গণমাধ্যমকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন সাবেক তারকা ফুটবলার আর কোচদের মতামত নিতে। তার ভিত্তিতেই হয়তো শিরোনাম হয় 'মেসিকে টপকে গেলেন রোনালদো' আবার লেখা হয় 'মেসিই সেরা, রোনালদো নয়'। ঠিক পরের দিন আরেকটি রেকর্ড গড়ে সবকিছু ওলট-পালট করে দেয় সময়ের সেরা এ দুই তারকা।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে স্বাধীন বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার ও বর্তমান বাফুফে সভাপতি কাজী মো: সালাউদ্দিনকে এই একই প্রশ্ন করা হয়। আপনার চোখে কে সেরা, মেসি না রোনালদো?

ব্যাক্তিগত ভাবে ডাচ ফুটবলের সমর্থক সালাউদ্দিন মুচকি হেসে জানালেন, 'ঠিক এভাবে তাদের বিষয়ে বলা কঠিন। মেসির শুরুটা বার্সার একাডেমিতে। ওখানেই কেটেছে তার শৈশবকাল। সেই সকল সতীর্থদের তিনি একাডেমী থেকে শুরু করে পেয়েছেন বার্সেলোনা মূল দলেও। আর সবচেয়ে মজার বিষয় মেসি যে ভাবে খেলেন, তার দল বার্সাও সেভাবেই খেলে। তাই তিনি খানিকটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। '

'আর রোনালদোর খেলার ধরণ কিছুটা আলাদা মেসির থেকে। রোনালদো দীর্ঘ সময় খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। এখন খেলছে রিয়াল মাদ্রিদে। খেলার ধরণ ও পজিশনের দিক দিয়ে একটু ব্যাতিক্রম। সতীর্থদের কাছ থেকে সাহায্য কম পাওয়ার ফলে ম্যাচে তার একক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনটাই থাকে বেশী। ' বলে জানালেন সালাউদ্দিন

তবে তিনি মনে করেন মেসির থেকে রোনালদো বয়সে বড় হলেও শারিরীক সক্ষমতার কারণে বেশী দিন খেলতে পারবে 'সিআর সেভেন' খ্যাত ক্রিষ্টিয়ানো রোনালদো।

বিশ্ব ফুটবলের আরেক আলোচিত নাম নেইমারের সম্পর্কে তিনি বলেন, 'আসলে নেইমার এখনই মেসি-রোনালদোদের সমসামন নয়। আমি সরাসরি নেইমারের ৪টি ম্যাচ দেখেছি। তার বয়স মাত্র ২৩ বছর। তবে সে যথেষ্ঠ মেধাবী। আমার মনে হয় বয়স বাড়ার সাথে সাথে তার পরিপক্কতা বৃদ্ধি পাবে। '  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।