সিলেট: সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে সোমবার (১১ মে) শুরু হচ্ছে প্রথম জাকির কোরেশী মেমোরিয়েল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
এদিন বিকেল ৪টায় সিলেটের জেলা প্রশাসক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার (৯ মে) দুপুরে সিলেট জেলা ক্রীড়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের পরিচালনা কমিটি সদস্য ফরহাদ কোরেশী এ তথ্য জানান।
তিনি জানান, টুর্নামেন্টে দুটি গ্রুপে ৮টি দল অংশ নেবে। গ্রুপ এ-তে রয়েছে- গ্র্যান্ড সিলেট, বাংলাদেশ উড ফার্নিচার, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি ও গ্রিন সিলেট ক্রিকেট একাডেমি। গ্রুপ বি-তে রয়েছে- সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার, নান্টু স্মৃতি সংসদ দিরাই, ওয়ান্ডার্স ক্লাব মৌলভীবাজার ও একতা স্পোটিং ক্লাব বিশ্বনাথ।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল সেমিফাইনাল খেলবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিফাইনাল ও ফাইনাল হবে দিবারাত্রির।
তিনি আরও জানান, প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজের জন্যও প্রাইজ মানি থাকবে।
সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নতিতে যাদের অনন্য অবদান রয়েছে তাদের একজন জাকির উদ্দিন কোরেশী। তিনি সিলেট জেলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে অবসর নিলেও পরবর্তীতে তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে সিলেটের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন।
তার পরিচালনায় জিমখানা ক্লাব সিলেট বিভাগ ক্রিকেট লিগে টানা ৬ বারসহ সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন ও তিনবার রানার্সআপ হয়। ২০১৩ সালের ৩ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার স্মৃতি ধরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া প্রতি বছর টুর্নামেন্ট আয়োজনের জন্য সবার সহযোগিতাও চান তারা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এএএন/এএ