ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

রবিবার থেকে শুরু হচ্ছে ডি.সি কাপ ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মে ৯, ২০১৫
রবিবার থেকে শুরু হচ্ছে ডি.সি কাপ ফুটবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী আলীগঞ্জ ক্লাবের উদ্যেগে আয়োজিত ডি.সি কাপ ফুটবল মাঠে গড়াচ্ছে রবিবার। বিকাল ৩টায় আলীগঞ্জ ক্লাব মাঠে প্রথমবারের মতো আয়োজিত এ আসরের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।



এ উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সাবেক ফুটবলার ও বাফুফে সদস্য শেখ মো আসলাম,  আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাওসার আহমেদ পলাশ।    

ঢাকা ও নারায়নঞ্জের ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে লড়বে শিরোপার জন্য। চ্যাম্পিয়ন দলকে এক লাখ ও রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি ও নমুনা ট্রফি প্রদান করা হবে। এছাড়াও প্রতি ম্যাচের ‘সেরা খেলোয়াড়’, ‘সর্বোচ্চ গোলদাতা’ ও ‘টুর্নামেন্ট সেরা’ খেলোয়াড়কে আর্থিক পুরস্কারসহ ক্রেস্ট প্রদান করা হবে। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য তুলে ধরেন ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আব্দুল হান্নান, ক্লাবের কোষাদক্ষ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া সাত্বার, সমাজ কল্যান সম্পাদক শামীম ও বাফুফে’র সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ।

সভাপতি কাউছার আহমেদ পলাশ জানান, ‘ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে কাজ করছি। প্রতি বছরই আমরা নিজেদের অর্থায়নে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি। এবার আমাদের বাজেট প্রায় ১২ লাখ টাকা। প্রতিযোগিতার পুরো ব্যয়বহন করা হচ্ছে ক্লাবের নিজস্ব ফান্ড থেকেই। প্রথম রাউন্ডের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। আর দ্বিতীয় রাউন্ডে নক আউট পদ্ধতিতে লড়াই করতে হবে দলগুলোকে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।