ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

মহিলা বীচ কাবাডি চ্যাম্পিয়ন আজাদ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, মে ৯, ২০১৫
মহিলা বীচ কাবাডি চ্যাম্পিয়ন আজাদ স্পোর্টিং ক্লাব ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বীচ কাবাডি প্রতিযোগিতা’ চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব।
 
শনিবার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনি পয়েন্টে অনুিষ্ঠত ফাইনালে আজাদ স্পোর্টিং ক্লাব ৫৩-৫১ পয়েন্টে জুড়াইন জনতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন গৌরব অর্জন কর।

লিগের পয়েন্টের ভিত্তিতে রার্নাস-আপ হয়েছে জুড়াইন জনতা ক্লাব। তৃতীয় স্থান অধিকার করেছে ইনিস্টিটিউট অব কাবাডি ঢাকা। আর ৪র্থ স্থান কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বীচ কাবাডি দল। সেরা খেলয়াড় হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবের মাছুরা আক্তার।

চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা ও রানার্স আপ দল ১০ হাজার টাকা পাবে। এ ছাড়া অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বীচ কাবাডি প্রতিযোগিতা খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব শ্যামল কুমার নাথ, এসপি, কক্সবাজার জেলা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব এমদাদুল কবির, এডিশনাল এসপি, টুরিস্ট পুলিশ, কক্সবাজার জোন। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এফ.এম. ইকবাল বিন আনোয়ার, ফার্ষ্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। আরো উপস্থিত জনাব পারভেজ চৌধুরী, ম্যানাজার, মার্কেটিং, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও মোহেরাব হোসেন আসিফ ওয়াটলন গ্রুপের (এজিএম) ও এই টুর্নামেন্ট কমিটির সদ্যস সচিব এ.কে.এম ফারুক সহ অন্যান্য কর্মকর্তাগণ।

মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতায় চারটি দল অংশ গ্রহন করে। দলগুলো হল আজাদ স্পোর্টিং ক্লাব, জুড়াইন জনতা ক্লাব, ইনিস্টিটিউট অব কাবাডি ঢাকা এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বীচ কাবাডি দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষস্থানধারী দল চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।