ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

ম্যারাডোনা, পেলে, ক্রইফকে ছাড়িয়ে সেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মে ৯, ২০১৫
ম্যারাডোনা, পেলে, ক্রইফকে ছাড়িয়ে সেরা মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: নিজেকে প্রায় প্রতিনিয়তই অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। একের পর এক রেকর্ড গড়ে চলে যাচ্ছেন সবার ওপরে।

এরই মাঝে ইংলিশ ক্লাব লিভারপুলের সাবেক আইকন ফুটবলার জ্যামি ক্রেইগহার জানিয়েছেন, মেসি প্রমাণ করেছেন সে ক্লাব ফুটবলারদের মধ্যে সর্বকালের সেরা।

গত বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে দুর্দান্ত দুটি গোল করে নিজের জাত আবারো চিনিয়েছেন মেসি। সেই সঙ্গে নেইমারের করা অন্য গোলটিতেও রেখেছিলেন দারুণ অবদান।

চারবারের ব্যালন ডি’অর জয়ীর এমন নজর কাড়া পারফরম্যান্সের পর ক্রেইগহার জানান, ১০ নম্বর জার্সির এ তারকার খেলা পূর্বের সেরা সব ফুটবলারের পারর্ফমকে স্মরণ করিয়ে দেয়।

ক্রেইগহার বিশ্বাস করেন, এ বিতর্ক হয়ত চলতেই থাকবে যে, মেসিকে ‘নাম্বার ওয়ান’ হতে হলে বিশ্বকাপ জিততে হবে। তবে তিনি মনে করেন, পূর্বের ও বর্তমান সব ক্লাব পর্যায়ের তারকাকে ছাড়িয়ে গেছেন ২৭ বছরের এ আর্জোন্টাই অধিনায়ক।

ইংলিশ প্রত্রিকা ডেইলি মেইলের এক কলামে মেসির প্রসংশা করে ক্রেইগহার লেখেন, ‘গত এ যুগে মেসির অর্জনই বলে দেয় আগে যারা পারর্ফম করেছে তাদের সে ছাড়িয়ে গেছে। খুব সম্ভবত আমরা তার থেকে ভালো ফুটবলার আগে কখনো দেখিনি। ’

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৮ ম্যাচ খেলা ক্রেইগহার আরো বলেন, ‘ কয়েকজন ফুটবলার আছে যাদের আমরা ঈশ্বরের সঙ্গে তুলনা করি যেমন, দিয়েগো ম্যারাডোনা, ইয়হান ক্রইফ, ফ্রেঞ্জ বেকেনবেওয়ার ও আলফ্রেডো ডি স্টেফানো। পেলে এই বিতর্কে আসেনি। সে দশটি লিগ শিরোপা ও দুটি কোপা লিবার্টোডোরেস জিতেছিল সান্তোসের হয়ে। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতা সব সময়ই অনেক বেশি প্রতিদ্বন্দ্বী। ’

ক্রেইগহার আরো যোগ করেন, ‘মেসির চ্যাম্পিয়নস লিগ রেকর্ড দেখুন অসাধারণ। সে কাতালানদের হয়ে মাত্র ৯৭ ম্যাচে দুটি শিরোপা সহ রেকর্ড ৭৭টি গোল করেছে। তার গোল করার ধারাবাহিকতা সমর্থকদের চমকে দেয়। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।