ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

ব্লিজ দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মে ৯, ২০১৫
ব্লিজ দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ ছবি: সংগৃহীত

ঢাকা: শনিবার (০৯, মে) ‘ওপেন ফিদে ব্লিজ রেটিং দাবা প্রতিযোগিতা’য় তিতাস ক্লাবের ফিদেমাস্টার ফাহাদ রহমান চ্যাম্পিয়ন হয়েছেন।

দাবা কক্ষে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ফাহাদ ৯ খেলায় ৮ পয়েন্ট লাভ করেন।

সাড়ে সাত পয়েন্ট নিয়ে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের আমিনুল ইসলাম রানার আপ এবং জয়নুল আবেদীন তৃতীয় স্থান লাভ করেন।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নিরূপম ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার রফিকুল আলম। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।