ঢাকা: থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠানরত ‘ওয়ার্ল্ড স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপ’-এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে অনূধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের রামিন আহমেদ ৪ খেলায় ২ পয়েন্ট এবং ওপেন অনূর্ধ্ব-৭ গ্রুপে বাংলাদেশের সৈয়দ রিদওয়ান ৪ খেলায় ১ পয়েন্ট পেয়েছে।
শনিবার চতুর্থ রাউন্ডের খেলায় রামিন ইংল্যান্ডের চোয়িং হান-সেনকে এবং রিদওয়ান থাইল্যান্ডের পংপানানুরুক পনাপংকে হারায়।
এরআগে শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায়ও জয় পায় রামিন। এ আসরে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে তিন সদস্যের দাবা পাঠিয়েছে। এর মধ্যে দুই জন খেলোয়াড় এবং একজন কোচ রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস