ঢাকা: আগামী আগস্টে দক্ষিণ কোরিয়াতে অনূর্ধ্ব-১২ ফুটবল ফেস্টা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেবে।
বাফুফে অনূর্ধ্ব-১২ জাতীয় ফুটবল দলগঠনের লক্ষ্যে বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে এক উন্মুক্ত ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এ ট্রায়াল থেকে বাছাইকৃত খেলোয়াড়দের চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক লোডভিক ডি ক্রুইফের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত দলে স্থান পেয়েছে ২৩ বালক ফুটবলার। ২৩ ফুটবলার হচ্ছেন: রাশেদুল ইসলাম, মমিনুল ইসলাম তন্ময়, মোহাম্মদ রানা, মোহাম্মদ মেরাজ, সোহাগ হোসেন, মেহেদী হাসান, শাহরিয়ার কবির, রকিবুল হাসান, মোহাম্মদ রিয়াজ, মেহেরাব হোসেন অপি, কামরুল হাসান, সাগর চন্দ্র পাত্র, রাজু আহমেদ, মোহাম্মদ ফারদীন, মোহাম্মদ আলিফ, মুরাদ হোসেন, রেজাউল করিম, জাকির আলী সাকিব, তামিম আহমেদ, হীরা আহমেদ, মইনুদ্দিন ফাহিম এবং মোহাম্মদ জুয়েল।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস