ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

নতুন রেফারিদের প্রশিক্ষণ কোর্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, মে ৯, ২০১৫
নতুন রেফারিদের প্রশিক্ষণ কোর্স

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় গত ৭ থেকে শুরু হয়েছে ‘নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স’। যা চলবে ১২ জুন পর্যন্ত।



এ কোর্সে অংশগ্রহণে আগ্রহীদের মতিঝিল বাফুফে ভবনে রেফারিজ কমিটির নিকট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে আগামী ২৫ মের মধ্যে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনবোধে বাফুফের এক্সিকিউটিভ শহিদুল ইসলাম লিমনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

আবেদন করতে হবে কমপক্ষে এইচএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (ছাত্র/ছাত্রীদের বেলায় শিথিলযোগ্য), উচ্চতা-কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি , ২ কপি পাসপোর্ট ছবি, পাসপোর্টের ফটোকপি/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে) এবং রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা দিয়ে।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।