ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

রোনালদোর পেনাল্টি মিসের মাশুল দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, মে ১০, ২০১৫
রোনালদোর পেনাল্টি মিসের মাশুল দিল রিয়াল সংগৃহীত

ঢাকা: ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পায় নি রোনালদো-বেল-রদ্রিগেজদের রিয়াল মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে ঝড় তুলেও জয় হাতছাড়া হল আনচেলত্তির শিষ্যদের।



এ ম্যাচে নামার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের কথা ভেবে বিশ্রামে শুরুর একাদশ থেকে সরিয়ে রেখেছিলেন রাফায়েল ভারানে, মার্সেলো আর কারভাজালকে। দলে এ সুযোগে জায়গা পেয়েছিলেন আরবেলোয়া, কোয়েন্ত্রাও আর হার্নান্দেজ। শুরুর একাদশে আরও ছিলেন ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, পেপে, সার্জিও রামোস, টনি ক্রুস, ইসকো, জেমস রদ্রিগেজরা।

অতিথি হিসেবে খেলতে নেমে ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রথম লিড নেয় ভ্যালেন্সিয়া। প্যাকো আলকাসেরের গোলে সহায়তা করেন হোসে গ্যায়া। এর ৬ মিনিট আগে রিয়াল তারকা গ্যারেথ বেলের ২৫ গজ দূর থেকে নেওয়া শটে গোলের সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

২৬ মিনিটের মাথায় প্যাজেরোর ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন ভ্যালেন্সিয়ার জাভি ফুয়েগো। ফলে ২-০ তে এগিয়ে যায় অতিথিরা।

৩২ মিনিটে ম্যাচে ব্যবধান কমাতে পারত রিয়াল। দলের ওয়েলস তারকা বেলের জোড়ালো শটটি রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেজ। ৪০ মিনিটের মাথায় আবারো রিয়ালের আক্রমণ। বেলের দারুণ এক পাস থেকে বল পান হার্নান্দেজ। তবে, ভাগ্যদেবী এবারো রিয়ালের দিকে মুখ তুলে তাকান নি। হার্নান্দেজের শটটি বারে লেগে বেরিয়ে যায়।

প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে নিজেদের ডি-বক্সে স্বাগতিক খেলোয়াড় বেলকে ফেলে দেন গ্যায়া এবং অতামেন্ডি। ফলে, পেনাল্টি লাভ করে রিয়াল। পেনাল্টি শট নিতে আসেন দলের সেরা তারকা রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ৭৬ হাজার দর্শক দেখতে পায় আরেক রোনালদোকে। পর্তুগিজ এ তারকার পেনাল্টি শট রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক আলভেজ। তখনো দেখার বাকি ছিল আরও কিছু।

আলভেজের প্রতিহত করা বল আবারো ফাঁকায় পেয়ে যান রোনালদো। ফিরতি বলে এমনভাবে শটটি নিলেন রোনালদো যে বলটি একহাতও সরলো না। রোনালদোর মিসের পর একই জায়গায় বল পান সার্জিও রামোস। তিনিও গোল করতে ব্যর্থ হন। ফলে, বিরতির আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে বিশ্রামে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই কারভাজাল আর মার্সেলোকে নামিয়ে দেন আনচেলত্তি। ম্যাচের ৫৫ মিনিটে বেলের দারুণ এক পাস থেকে বল পান রদ্র্রিগেজ। তবে তার শটটিও রুখে দেন ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেজ।

পরের মিনিটেই ব্যবধান কমায় রিয়াল। দলের হয়ে প্রথম গোলটি করেন পেপে। কর্ণার থেকে রদ্রিগেজের তুলে মারা বলে হেড করে গোলটি করেন পেপে।

ম্যাচের ৭২ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ ছিল রিয়ালের। এবারো স্বাগতিকদের নিরাশ করেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক আলভেজ। ব্রাজিল গোলরক্ষক রদ্রিগেজ-রামোসের নিশ্চিত একটি গোল রুখে দেন।

ম্যাচের ৮৪ মিনিটে সমতায় ফেরে রিয়াল। গ্যারেথ বেলের অ্যাসিস্টে গোল করেন ইসকো। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেন রোনালদো। তার জোরালো শটটি ভ্যালেন্সিয়ার ডিফেন্সে বাধা পেয়ে বাইরে চলে যায়।

৯০ মিনিটে আবারো আলভেজের অসাধারণ দক্ষতায় রক্ষা পায় ভ্যালেন্সিয়া। হার্নান্দেজের শট রুখে দেন ব্রাজিল গোলরক্ষক। এক মিনিট পরেই সহজ আসে ভ্যালেন্সিয়ার। রিয়াল গোলরক্ষককে ইকার ক্যাসিয়াসকে একা পেয়েও গোল করতে পারেন নি ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার নেগ্রেডো।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এ ড্রয়ের ফলে রিয়াল ৩৬ ম্যাচ থেকে সংগ্রহ করল ৮৬ পয়েন্ট। ফলে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট দূরে থাকতে হচ্ছে দুইয়ে থাকা রিয়ালকে।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ১০ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।