ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টালের ঘরের মাঠ শেলহ্রাস্ট পার্কে রেড ডেভিলসদের হয়ে একটি করে গোল করেন হুয়ান মাতা ও মারওয়ানে ফেলাইনি।
প্রিমিয়ার লিগে সেরা চারে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ম্যানইউ’র সামনে। এরই সুবাদে খেলার প্রথমে লিড নেয় লুইস ফন গালের শিষ্যরা। ম্যাচের ১৯তম মিনিটে নিজেদের বক্সে ক্রিস্টাল ফুটবলার ফাউল করলে পেনাল্টি লাভ করে সফরকারীরা।
আর এই সুযোগ হাত ছাড়া করলেন না স্প্যানিশ তারকা মাতা। তার জোড়ালো শটে লিড নেয় দলটি। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ওয়েন রুনিরা।
তবে বিরতি থেকে ফিরে ঘুরে দাড়ায় ক্রিস্টাল। খেলার ৫৭ মিনিটে অসাধারণ একটি ফ্রিকিকে ডি গিয়াকে পরাস্থ করে সমতা আনেন পানচেহন।
এরপর গোল পেতে মরিয়া ম্যানইউ আক্রমণের ধার বাড়িয়ে দেয়। আর খেলার ৭৮ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের অ্যাসিস্ট থেকে দারুণ একটি ক্রসে লিড নেন ফেলাইনি (২-১)।
খেলার বাকি সময় দু’দলের আরো কয়েকটি প্রচেষ্টা হলেও তা থেকে গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফন গালের শিষ্যরা।
ম্যানইউ নিজেদের ৩৬ খেলায় ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে। ৩৫ খেলায় ৮৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শিরোপা জিতেছে চেলসি। পরের দুটি অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। আর ৩৫ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে ম্যানইউ’র ঘাড়ে নিস্বাস ফেলছে লিভারপুল। প্রিমিয়ার লিগের শীর্ষ চারটি দল চ্যাম্পিনস লিগে অংশগ্রহন করতে পারে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস