ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

হারের বৃত্তেই রইল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, মে ১০, ২০১৫
হারের বৃত্তেই রইল বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মান বুন্দাসলিগায় ডার্বি ম্যাচে অগসবার্গের বিপক্ষে ১-০ গোলে হেরে হারের বৃত্তেই রইল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় খেলা শুরুতেই দশ জনের দলে পরিণত হওয়া বায়ার্নের উপর জেকে বসে সফরকারীরা।



খেলার ১৩ মিনিটে বায়ার্ন গোলকিপার পেপে রিইনা নিজেদের বক্সে ফাউল করলে রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান। আর পেনাল্টি লাভ করে অগসবার্গ। তবে সাইড বেঞ্চে থাকা দলের ম‍ূল গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারকে সঙ্গে সঙ্গেই মাঠে অধিনায়ক ফিলিপ লামের বদলি হিসেবে নামানো হয়।

আর পেনাল্টি শট করতে আসা সফরকারী স্ট্রাইকার পল ভারহাগ নিজের শট থেকে ন্যুয়ারকে পরাস্থ না করতে পারলে গোল বঞ্চিত হয় দলটি।

আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হলেও খেলার দ্বিতীয়ার্ধে বাভারিয়ানদের কোনঠাসা করে রাখে নগরপ্রতিদ্বন্দ্বীরা। আর এরই সুবাদে খেলার ৭১ মিনিটে পিইরে-এমিল হজবার্জের অ্যাসিস্টে অগসবার্গের হয়ে জয়সূচক গোলটি করেন রাউল বোয়াদিল্লি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। এদিকে এ হারের ফলে নিজেদের টানা চার ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হলো লিগে ইতোমধ্যে শিরোপাধারী দলটিকে।

বুন্দাসলিগায় এটি বায়ার্নে টানা দ্বিতীয় হার। এর আগে ডিএফবি পোকালের সেমিফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছিল দলটিকে। পরে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বাভারিয়ানরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।