ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে দুর্বল কাগলিয়ারির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। তবে হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে প্রায় দু’মাস পরে দলে ফিরেই গোল পেলেন জুভি মিডফিল্ডার পল পগবা।
তুরিনে খেলার প্রথমার্ধ পগবার গোলে স্বাতিকরা লিড নিলেও ম্যাচের শেষ দিকে লুকা রোসেথিন্নি সফরকারীদের সমতায় ফিরালে আগামী মৌসুমে লিগে অংশগ্রহনের আশা বাঁচিয়ে রাখে ১৮তম অবস্থানে থাকা কাগলিয়ারি।
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়ার আগে এদিন দলের প্রায় সেরা সব তারকাকে বিশ্রামে রাখে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রি। মাঠে ছিলেন না কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো, প্যাট্রিক এভ্রা, বুফনের মত ফুটবলাররা।
এদিন কিছুটা ধীর গতিতে খেলা জুভিরা খেলার ৪৫ মিনিটে লিড নেয়। সিমিওন পাদুইনের পাস থেকে পগবা দারুণ একটি গোল করে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পর খেলার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে রোসেথিন্নি প্রায় একক দক্ষতায় অসাধারণ একটি গোল করলে সমতায় ফেলে কাগলিয়ারি। তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতোমধ্যে লিগের শিরোপা নিশ্চিত করা জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস